প্রথমবারের মতো নৌকার মাঝি হলেন যাঁরা

287

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।  রোববার সকাল সাড়ে ১০ টায় ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়।

দলীয় মনোনয়ন দেয়ার ক্ষেত্রে এবার অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিচ্ছন্ন ভাবমূর্তির নিবেদিতপ্রাণ রাজনীতিকদের।  নতুনদেরকেও সুযোগ দেয়া হয়েছে।  এবার প্রথমবারের মতো যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শেখর।  তিনি মাগুরা-১ থেকে নির্বাচন করবেন।

আওয়ামী লীগ নির্বাচনী লড়াইয়ে আরও বেশ কিছু নতুন মুখ হাজির করেছে।  এরা হলেন- ড. আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), শাহীন আক্তার চৌধুরী (কক্সবাজার-৪), অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮) ও মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫)।

 

Leave A Reply

Your email address will not be published.