চূড়ান্ত হচ্ছে বিএনপি প্রার্থীদের তালিকা, জানা যাবে যখন

299

ঢাকা: আগামী দু-তিন দিনের মধ্যে ঐক্যফ্রন্টের অধিকাংশ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখ্পাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, আমরা মনোনয়নের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। ২৮ নভেম্বরের (বুধবার) মধ্যে অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা করা হবে। বাকি কিছু আসনের প্রার্থী ৯ ডিসেম্বরের (রবিবার) মধ্যে ঘোষণা করা হবে। আজ রবিবার সকালে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সরকার বা নির্বাচন কমিশনের (ইসি) বাধা না থাকলে নির্বাচনে জয় সুনিশ্চিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে নির্বাচনে বিশ্বাসযোগ্যতা পাওয়া যাবে। কিন্তু এখনও তাদের নির্দেশেই ধরপাকড় চলছে। ঐক্যফ্রন্ট নির্বাচনে থাকতে চায় জানিয়ে ফখরুল বলেন, নির্বাচন কমিশন এখনো নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি।

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা গায়েবী মামলার যে তালিকা দিলাম, সেটি সম্পর্কে তারা এখন পর্যন্ত কিছু করতে পারেননি। অন্যদিকে যে সমস্ত কর্মকর্তাদের আমরা সরিয়ে দেওয়ার কথা বলেছিলাম, সে সম্পর্কে তিনি বলে দিয়েছেন কোনো পরিবর্তন হবে না।’

Leave A Reply

Your email address will not be published.