ক্যালিফোর্নিয়ায় দাবানল: নিখোঁজ বেড়ে ৬৩১

195

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাঝ্যে ভয়াবহ দাবানলে নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

নিখোঁজের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। উদ্ধারকারী দল আরও সাতটি পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে।

বিবিসি বলছে, গত সপ্তাহে ছড়িয়ে পড়া এ দাবানলে এখন পর্যন্ত অন্তত ৬৩ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া অাগুনে মারা গেছে তিনজন। দাবানলে ধ্বংস হয়েছে ১২ হাজারের মতো ভবন।

সার্বিক বিষয় নিয়ে ক্যালিফোর্নিয়া পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন ও তাদের খোঁজখবর নেবেন।

বাট্টি কাউন্টি শেরিফ কোরি হোনেয়া জানান, নিখোঁজের নতুন সংখ্যা একদিনের ব্যবধানে বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। এক সপ্তাহ আগে ছড়িয়ে পড়া এ দাবানলের ঘটনায় তদন্ত কর্মকর্তারা কাজে ফিরে যাওয়ায় এবং জরুরি সেল গঠন করায় নিখোঁজের এ তালিকা লম্বা হলো।

এ নতুন তালিকার কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘বলতে চাই যে এ দাবানলের ঘটনা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবেলা করার চেষ্টা করছি।’

Leave A Reply

Your email address will not be published.