গণহত্যার দায়ে দুই খেমারুজ নেতার যাবজ্জীবন

207

আর্ন্তজাতিক ডেস্ক: ১৯৭৫- ১৯৭৯ সালে খেমারুজ শাসনকালে গণহত্যার দায়ে খেমারুজের দুই জ্যেষ্ঠ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। জাতিসংঘ সমর্থিত যুদ্ধাপরাধ আদালত শুক্রবার এ ঐতিহাসিক রায় দেয়।

আদালতের বিচারক জজ নীল নুন বলেন, আদালতে প্রমাণিত হয়েছে যে, সমস্ত অপরাধের জন্য নুওন চীই দায়ী।

মামলায় আরও উল্লেখ করা হয়, এটি একটি গণহত্যা মামলা। চ্যাম প্রদেশের মুসলিম ও ভিয়েতনামী ক্ষুদ্র নৃগোষ্ঠির বিরুদ্ধে গণহত্যা সংঘঠিত হয়েছিল। বিচরে নুওন চী কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রাদেশিক প্রধান কিউ সামফানও ভিয়েতনামী নৃগোষ্ঠীর গণহত্যায় দোষী সব্যস্ত হয়েছে এবং সেও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.