৫.৩ মিলিমিটার পাতলা মোবাইল ফোন

339

৫.৩ মিলিমিটার পাতলা মোবাইল ফোন তৈরি করেছে জাপানের কয়োসেরা। ক্রেডিট কার্ডের সমান ‘কেওয়াই-০১এল’ নামের মোবাইল ফোনটিকে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে দাবি করছে প্রতিষ্ঠানটি। তবে এর আগে অপো, ভিভো এবং মটরোলা যথাক্রমে ৪.৮৫, ৪.৭৫ এবং ৫.২ মিলিমিটার পাতলা মোবাইল ফোন তৈরি করেছে।

মাত্র ৪৭ গ্রাম ওজনের মোবাইল ফোনটি আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে বাজারে আনবে জাপানের সবচেয়ে বড় মোবাইল অপারেটর এনটিটি ডোকোমো। মাত্র ২.৮ ইঞ্চি মোনোক্রোম ই-পেপার স্ক্রিনের মোবাইল ফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। তবে ক্যামেরা না থাকায় চাইলেও কোনো ছবি তোলা যাবে না। ৩৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধার স্মার্টফোনটি কিনতে গুনতে হবে ৩০০ মার্কিন ডলার।

সূত্র : দ্য ভার্জ

Leave A Reply

Your email address will not be published.