ইভিএম ক্ষতিকর পদ্ধতি নয়, সময় ও অর্থ সাশ্রয়ী

খুলনায় ইভিএম অনুষ্ঠানে সিইসি

335

নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা বলেন, ইভিএম গ্রহণযোগ্য অবস্থায় নিতে প্রচার চালানো হচ্ছে। ইভিএম ক্ষতিকর কোনো পদ্ধতি নয়; বরং সময় ও অর্থ সাশ্রয়ী। এখন ইভিএম সম্বন্ধে ভোটারদের সচেতনতা জরুরি।

শনিবার (২৭ অক্টোবর ) বেলা সোড়ে ১১টায় খুলনা মহানগরীতে ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পদ্ধতিতে আমাদের দেশে কী না হয়। সে অবস্থার উন্নতির লক্ষ্যে এই ইভিএম। যা সবার সহযোগিতায় চালু হবে। বিভিন্ন দেশে এটা সফলভাবে চালু আছে।

তিনি বলেন, ইভিএম সম্বন্ধে বিভিন্ন মাধ্যমে জনতাকে বুঝানোর পরই এটি চালু হবে।

ইভিএম ক্ষতিকর কোনো পদ্ধতি নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এতে করে ভোটের রাতে কেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। একইসঙ্গে এ পদ্ধতিতে ব্যালট পেপার ছিনতাই, রাতেই ব্যালট বাক্স ভর্তি এবং একজনের ভোট অন্যজন দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তবে, আইনগত ভিত্তি এবং সবার কাছে গ্রহণযোগ্য হলেই কেবল ইভিএম ব্যবহার করা হবে।

স্বাগত বক্তৃতা করেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। ইভিএম সম্পর্কিত বিশেষ উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সিনিয়র মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন।

অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার ইভিএম প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। ইভিএম প্রদর্শনীতে নগরীর ২টি ওয়ার্ডের চারটি এলাকার ৭ হাজার ৩৯ জন ভোটার ইভিএমে ভোট দিতে পারবেন। উদ্বোধনের পর থেকে রাত ৯টা পর্যন্ত নির্বাচনী পরিবেশে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণের জন্য ১৪টি কক্ষ ও ১৫ সেট ইভিএম মেশিন রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চলে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.