সৌদি যুবরাজ সালমানের সঙ্গে কথা বললেন এরদোয়ান
আর্ন্তজাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বুধবার সরাসরি ফোনে কথা বলেছেন। এসময় তারা সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেন। গত ২ অক্টোবর তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটে দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে গিয়ে খুন হন খাশোগি।
তুরস্কের অভিযোগ, সৌদি সরকারের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়। এ বিষয়ে তদন্ত করছে তুরস্ক। সৌদি কনস্যুলেটে গিয়েও তল্লাশি চালিয়েছে তুরস্কের গোয়েন্দা কর্মকর্তারা। খাশোগি হত্যার বিষয়ে নগ্ন সত্য প্রকাশের কথা জানিয়েছেন এরদোয়ান।
যুবরাজ সালমানের সঙ্গে এরদোয়ানের কী কথা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সালমানের অনুরোধেই তার সঙ্গে কথা বলেন এরদোয়ান।
এর আগে খাশোগি হত্যাকাণ্ডকে বেদনাদায়ক বলে অভিহিত করেন সালমান। সম্প্রতি রিয়াদে আয়োজিত বিনিয়োগ সম্মেলন ফিকে হয়ে গেছে খাশোগি ইস্যুতে। সেখানে এ নিয়ে কথা বলেন সালমান। এসময় তিনি খাশোগি হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দেয়া হবে বলে অঙ্গীকার করেন। তবে অভিযোগ আছে, তার নির্দেশেই হত্যা করা হয়েছে খাশোগিকে।
সৌদি যুবরাজ ও তার পিতা বাদশাহ সালমানের কঠোর সমালোচক ছিলেন ওয়াশিংটনের কলামিস্ট খাশোগি। নিরাপত্তাহীনতার কারণে ২০১৭ সালে সৌদি ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন তিনি। সূত্র: ওয়াশিংটন পোস্ট