যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভাইরাসের আক্রমণে ৬ শিশুর মৃত্যু
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি হাসপাতালে ভাইরাসের আক্রমণে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার নিউজার্সির হাসকেল এলাকার ‘ওয়ানাকিউ সেন্টার ফর নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন’-এর পিডিয়াট্রিক রোগীদের মধ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের ঘটনা ঘটে। এতে আক্রান্ত রয়েছে আরও ১২ শিশু। খবর নিউইয়র্ক টাইমস’র।
এদিকে শিশুদের মৃত্যুর পর থেকে স্বাস্থ্য কেন্দ্রটিতে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। নিউজার্সির স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, মৃত ও আক্রান্ত শিশুর রোগ-প্রতিরোধ ক্ষমতা খুব কম ছিল। যে কারণে তারা সহজেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।