ওবামা-হিলারির বাড়ির ঠিকানায় ও সিএনএন অফিসে ‘বিস্ফোরক’

348

আর্ন্তজাতিক ডেস্ক: দুইটি বাক্স এসেছিল পোস্ট বাক্সে। একটির ওপরে লেখা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওয়াশিংটনের বাড়ির ঠিকানা। আর একটির ওপরে লেখা হিলারি ক্লিন্টনের নিউইয়র্কের বাড়ির ঠিকানা। বাক্স গুলি স্ক্যানিং করতেই দেখা যায় তার মধ্যে রয়েছে বিস্ফোরক।

সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হয় এফবিআইয়ের তদন্তকারীদের। তারা এসে বাক্স দুইটি নিয়ে যান। সেই সময় হিলারি ক্লিন্টন এবং বারাক ওবামা তাদের বাড়িতে ছিলেন কিনা সেসম্পর্কে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। তবে বিস্ফোরক বোঝাই বাক্স দুটি তাদের কাছে পৌঁছানোর আগেই সেটা চিহ্নিত করে নিষ্ক্রিয় করে ফেলে এফবিআইয়ের কর্মকর্তারা।

এদিকে, আবার খবর পাওয়া গেছে, মার্কিন সংবাদ সংস্থা সিএনএন’এর নিউইয়র্কের অফিসে একই কায়দায় বোমাতঙ্ক ছড়িয়েছে। খালি করে দেওয়া হয়েছে গোটা অফিসে। ‌‌উল্লেখ্য, কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিশিষ্ট দার্শনিক জর্জ সোরোসের বাড়িতে পৌঁছে ছিল এমনই একটি বিস্ফোরক বোঝাই চিঠি। সেটিও চিহ্নিত করে নিষ্ক্রিয় করা হয়।

Leave A Reply

Your email address will not be published.