খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করতেই ঐক্যফ্রন্ট: কামরুল ইসলাম
ঢাকা: বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতেই ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
২৪ অক্টোবর, বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২ নির্বাচনি এলাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে কামরুল ইসলাম আরও বলেন, ‘জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে নিয়ে আজ জাতীয় ঐক্যফ্রন্ট করা হয়েছে। দেশের মানুষ তাদের এ ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না। এটা কোনো নির্বাচনি মোর্চা হয়নি। এটা হয়েছে ষড়যন্ত্রের মোর্চা।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। তার কারণেই দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। তার উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। কাজেই আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখুন।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী নির্বাচন শত ভাগ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। এই নির্বাচন বানচাল করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই। বিগত কয়েক বছরে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা আবারও জঙ্গিদের মদদ দিচ্ছে।’
কামরুল ইসলাম বলেন, ‘১/১১’র কুশীলবরা আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এমনকি তারা নির্বাচন বানচালের জন্যও গভীর ষড়যন্ত্র আঁটছে। এ জন্য তারা নির্বাচনব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করতে চায়।’
এ সময় কামরুল তার এই আসনে গত ১০ বছরের উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যতের উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন।