চেকপোস্টে তরুণীকে হেনস্তা, ৪ পুলিশ সাময়িক বরখাস্ত

360

ঢাকা: রাজধানীর রামপুরা থানা এলাকায় মধ্যরাতে এক তরুণীকে পুলিশ চেকপোস্টে হেনস্তা করা এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশের একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনার সময় সেখানে উপস্থিত প্রত্যেক পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

২৪ অক্টোবর, বুধবার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ওই চেকপোস্টের নেতৃত্বে ছিলেন এএসআই ইকবাল। তিনি রামপুরা থানায় কর্মরত ছিলেন। আর অন্য পুলিশ সদস্যরা পিএমও (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) বিভাগের।

সোহেল রানা আরও জানান, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) খিলগাঁও বিভাগের সহকারী কমিশনারকে (এসি) সেই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে । তদন্ত প্রতিবেদনের পরে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত ২২ অক্টোবর, সোমবার মধ্যরাতে রাজধানীর রামপুরা এলাকায় চেকপোস্টে তল্লাশির নামে সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীকে হেনস্তা করেন কয়েকজন পুলিশ সদস্য। এরপর তরুণীর সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে হাজার হাজার মানুষ পুলিশের সমালোচনা করে নানাভাবে মনোভাব ব্যক্ত করেছিলেন।

Leave A Reply

Your email address will not be published.