গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে নিউইয়র্ক স্টেট বিএনপির বিক্ষোভ
নিউইয়র্ক থেকে: গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি।
সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় স্টেট বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।
বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নুর সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন সহ-সভাপতি সোহরাব হোসেন।
সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের সভাপতি মাওলানা ওমর ফারুক, সাবেক সভাপতি ড. নূরল আমিন পলাশ এবং নাসিম আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, ব্রুকলীন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি হুমায়ূন কবীর এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি, ওরল্যান্ডো বিএনপির নেতা নেসার উদ্দিন, স্টেট বিএনপির খলকুর রহমান প্রমুখ।