বেলজিয়ামে কাউন্সিলর পদে বাংলাদেশি শায়লা শারমীনের জয়

393

ব্রাসেল থেকে: বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনের পিবিডিএ পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা শারমীন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।

যোগ্যতা আর মেধার পরিচয় দিয়েই নির্বাচিত হন শায়লা শারমীন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সাথে কাজ করে আসছেন। শায়লা শারমীন স্থানীয় বেলজিয়াম নাগরিকসহ সব দেশের নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়।

বরিশালের মেয়ে শায়লা শারমীন স্বামী জাহিদুল ইসলাম ও একমাত্র পুত্র সায়মনকে নিয়ে এন্টোয়রপেনে বসবাস করছেন। ১৫ বছর পূর্বে ব্যবসায়ী স্বামী জাহিদুল ইসলামের সূত্রেই বেলজিয়ামে যান শায়লা শারমীন। তার এই বিজয়ে বেলজিয়ামে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল হয়েছে। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর সব বাংলাদেশি ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শায়লা শারমীন।

Leave A Reply

Your email address will not be published.