ইতালিতে পালেরমো আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ইতালি প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরো গতিশীল করতে এবং পালেরমো আওয়ামী লীগের অভিষেক নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
পালোরমোর একটি হল রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পালোরমো আওয়ামী লীগের সভাপতি মো. সেকান্দার মিয়া। সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর পরিচালনায় বক্তব্য রাখেন পালোরমো আওয়ামী লীগের উপদেষ্টা ফজলুল হক, সিনিয়র সহ সভাপতি জাহিদ আহমেদ রুবেল, খোকন দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, পালেরমো যুবলীগের আহবায়ক এম এ হালিম, যুগ্ম আহবায়ক সোহেল রানা চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। সেক্ষেত্রে নির্বাচনের সময় নিজ নিজ এলাকায় সকল দ্বিধা দন্দ্ব ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।