ক্লিনটনের যৌন কেচ্ছা নিয়ে বিস্ফোরক মন্তব্য হিলারির

285

আর্ন্তজাতিক ডেস্ক: মনিকা লিউনস্কির সঙ্গে বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রয়েছে। সে সময় বিল ক্লিনটনের পদত্যাগের দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। যদিও এই নিয়ে একটি মন্তব্যও করেননি বিল ক্লিনটনের স্ত্রী হিলারি। এতদিনে তিনি মুখ খুললেন।   ‌

হিলারি বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে হোয়াইট হাউসের ইন্টার্ন মনিকা লিউনস্কির সঙ্গে যৌনতায় জড়াননি। কাজেই এই কাজের জন্য প্রেসিডেন্ট পদ না ছেড়ে ঠিকই করেছিলেন বিল ক্লিনটন। মিটু নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড় হচ্ছে তখন কিন্তু মনিকা লিউনস্কি একটি শব্দও খরচ করেনি। কারণ ক্ষমতার অপব্যবহার করে ক্লিনটন সে কাজ করেননি।

মনিকা লিউনস্কিরও সম্মতি ছিল তাতে। ক্লিনটন পদত্যাগ না করলেও তাকে ইম্পিচ করা হয়েছিল। কারণটা ছিল মনিকার সঙ্গে নিজের সম্পর্ক লুকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু মার্কিন সিনেটর ক্রিস্টিন গ্রিলব্যান্ডের এই অভিযোগ সপাটে খারিজ করে পদত্যাগ না করার প্রশ্নে ক্লিনটনের পাশেই দাঁড়িয়েছেন হিলারি। এতদিন পরে সে কথা প্রকাশ করলেন তিনি। সে দিন যে স্বামীর সিদ্ধান্তকে তিনি সমর্থন করেছিলেন সেটা জানিয়েছেন হিলারি।

Leave A Reply

Your email address will not be published.