ব্রিটিশ রাজপরিবারে আসছে নতুন অতিথি

288

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিটিশ রাজপরিবারের খুশির খবর নিয়ে এলেন ডাচেস অব সাসেক্স। কেসিংটন প্যালেস থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে মা হতে চেয়েছেন মেঘান মার্কেল। ২০১৯–এর বসন্তে ডাচেস অব সাসেক্সের কোল আলো করে আসতে চলেছে ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্য।

সূত্রের খবর, রানি দ্বিতীয় এলিজাবেথ ভীষণ খুশি হয়েছে এই খবরে। ২০১৮–র মে মাসেই রাজপুত্র হ্যারির সঙ্গে বিয়ে হয় মার্কিন অভিনেত্রী মেঘান মার্কেলের। এই প্রথম ব্রিটিশ রাজপরিবারে কোনও মার্কিন বধূ ঘরে এলো।

এই নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়ও হয়েছিল। ভাইয়ের ঘরে প্রথম সন্তান আসছে জেনে খুশি রাজপুত্র উইলিয়াম এবং তার স্ত্রী কেট মিডিলটনও।

এই মুহূর্তে ফিজি সফরে গিয়েছেন মেঘান মার্কেল এবং রাজপুত্র হ্যারি। সেখানে তারা চিকিৎসকের পরামর্শও নিয়েছেন।

হ্যারির সঙ্গে বিয়ের আগে থেকেই অবশ্য মেঘান অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে খবর রটেছিল। এই নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমে একাধিক খবরও প্রকাশিত হয়েছিল। বিষয়টি নিয়ে ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। মেঘান এবং হ্যারিও এই নিয়ে কোনও কথা বলেননি।

Leave A Reply

Your email address will not be published.