যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলিবর্ষণ, নিহত ৪

299

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬২ বছর বয়সী এক ব্যক্তি এবং তার ৩ নাতি নিহত হয়েছেন। টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি-র সার্জেন্ট ন্যাথান ব্র্যান্ডলের বরাত দিয়ে আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার বিকেলে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত হয় এবং পরে গুলিবষর্ণের ঘটনা ঘটে। এই হামলায় একটি হ্যান্ডগান ব্যবহার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.