অবশেষে রোনালদোর রিয়াল ছাড়া প্রসঙ্গে মুখ খুললেন মেসি

394

স্পোর্টস ডেস্ক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে বিভিন্ন সময় বর্তমান-প্রাক্তন ফুটবলাররা নানা ধরনের কথা বললেও বিস্মিত মেসি এতদিন পর মুখ খুলেছেন। তার মতে, সিআরসেভেন চলে যাওয়ার পর রিয়াল আর আগের মতো শক্তিশালী দল নেই।

এ ব্যাপারে স্পেনের একটি রেডিওর সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘রিয়াল বিশ্বের অন্যতম সেরা দল। তাদের ভালো স্কোয়াড আছে। কিন্তু এটা পরিষ্কার যে রোনালদোর অনুপস্থিতিতে তারা অতটা ভালো দল নেই। এবং এখন পরিষ্কারভাবে জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট হবে।’

রোনালদোর ক্লাব ছাড়ার প্রসঙ্গ উঠলে মেসি বলেন, ‘আমি অবাক হয়েছিলাম। কল্পনা করতে পারিনি। অনেক ক্লাবই তাকে চেয়েছিল। কিন্তু এই চলে যাওয়া আমাকে অবাক করেছিল।’

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী রোনালদো ১০০ মিলিয়ন ইউরোতে বিশ্বকাপের পর ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন। ৯ বছর স্পেনে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.