লজ্জার রেকর্ড গড়লো ঋশভ পান্ত

347

স্পোর্টস ডেস্ক: আইপিএলের সেরা ইমার্জিং প্লেয়ারের পুরষ্কার জিতেছিলেন দিল্লির হয়ে খেলা তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে জাতীয় দলেও দ্রুতই অভিষেক হয় তার। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন ঋশভ পান্ত। খেলেছিলেন ২৪ রানের লড়াকু ইনিংস। নটিংহাম টেস্ট জয়ে রেখেছিলেন ভূমিকা। কিন্তু সেই তিনিই ২৯ বল খেলেও কোনো রান করতে পারেননি। ফলে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম উঠেছে তার।

ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে ভারতের প্রথম ইনিংসে বিপর্যয়ের মুহূর্তে ব্যাট করতে নামেন পান্ত। ১৬১ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছিলেন সফরকারীরা। এমন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে খোলসে ঢুকে যান তিনি। কোনোভাবেই স্বাভাবিক হতে পারেননি। শেষ পর্যন্ত অফস্পিনার মঈন আলির শিকার হয়ে ২৯ বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন এ প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। এতেই রেকর্ডবুকে নাম উঠে যায় তার।

এর আগে ২৯ বলে শূন্য রানে আউট হয়েছিলেন আরও দুই ভারতীয়। তারা হলেন- ইরফান পাঠান ও সুরেশ রায়না।

Leave A Reply

Your email address will not be published.