উয়েফার বর্ষসেরা হলেন যিনি!

362

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ১৮ সদস্যের এই দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক আজহার আলীর। তার জায়গায় দলে ঢুকেছেন শান মাসুদ। যদিও মোহাম্মদ হাফিজের সঙ্গে বোর্ড ও কোচের বনিবনা হচ্ছে না বলে গুঞ্জন ছড়ালেও ঠিকই দলে রয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

১৮ সদস্যের এই দল নিয়ে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব। আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে সংযুক্ত আরব আমিরাত এশিয়া কাপের। তবে নিজেদের প্রথম ম্যাচে ১৯ সেপ্টেম্বর পাকিস্তান মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের।

১৮ সদস্যের দল:
ফখর জামান, ইমামুল হক, শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ওসমান খান শেনওয়ারী, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, শাহীন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরাফ।

Leave A Reply

Your email address will not be published.