জুভেন্টাসের হয়ে কবে গোল করবেন রোনালদো?
স্পোর্টস ডেস্ক: গোলের দেখা না পেলেও জুভেন্টাসের জয়ে অবদান রাখছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের হয়ে অভিষেক ম্যাচে গোল পাননি৷ ঘরের মাঠে গতকাল শনিবার তাই প্রত্যাশার পারদ চড়ছিল৷ নতুন ক্লাবের হয়ে দ্বিতীয় ম্যাচেও গোল পেলেন না এই পর্তুগিজ তারকা৷ টানা দুই ম্যাচে গোল না পেলেও দিন শেষে রোনালদো ম্যাজিক অনুরাগীদের হতাশ মুখে হাসি ফোটাল৷
শনিবার ঘরের মাঠে লাজিও’র বিরুদ্ধে জুভেন্টাসের ইন্সুরেন্সকে গোল করালেন রোনালদো৷ নিজেই গোল করতে পারতেন৷ কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি৷ ৭৫মিনিটে বিপক্ষের গোলকিপারকে বোকা বানিয়ে ব্যাক হিলে বল প্রায় জালে জড়িয়ে দিয়েছিলেন৷ রোনলদোর দুর্বল শট গোললাইন পার করার আগেই মাটিতে ড্রপ খায়৷ ফিরতি বলে এরপর গোলের সুযোগ হাতছাড়া করেননি মারিও মান্দজুকিচ৷
এর আগে প্রথমার্ধে ৩০ মিনিটে জুভেন্টাসের প্রথম গোলটি করেন মিরালেম পিয়ানিচ৷ ২৫ গজ দূর থেকে ভলিতে গোল পিয়ানিচের৷ লিগের দ্বিতীয় ম্যাচে লাজিওকে জুভেন্তাস হারাল ২-০ ব্যবধানে৷
গোলের সুযোগ যে একেবারে পাননি তা নয়। ঘরের মাঠে রোনালদোকে বল পায়ে একাধিকবার স্কিল দেখাতে দেখা গেছে৷ সেই সঙ্গে দুই অর্ধ মিলিয়ে গোটা পাঁচেক সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেননি রোনালদো৷ ক্রিশ্চিয়ানোর একটি শট লাজিও’র গোলরক্ষকের হাতে লেগে অল্পের জন্য রক্ষা পায়৷
এখন পর্যন্ত নতুন ক্লাবের হয়ে ১৪টি শট নিয়েছেন রোনালদো৷ যার মধ্যে একবার ও গোলমুখ খুলতে পারেননি সিআর সেভেন৷ জুভেন্টাসের হয়ে রোনালদো কবে গোল করবেন সেই অপেক্ষায় প্রহর গুনছে ফুটবল দুনিয়া৷ গোল মিস করা একেবারের পছন্দ নয় সিআর সেভেনের৷ তবে এদিন গোল মিস করায় কোনও ভাবেই তাকে রাগতে দেখা যায়নি বলেই ম্যাচ শেষে জানিয়েছেন জুভেন্টাস কোচ অ্যালেগ্রি৷