‘খালেদা জিয়া গণতন্ত্রের নন রাজাকারতন্ত্রের মাতা’

355

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘হত্যা-খুনের রাজনীতি, নির্বাচন বানচালের রাজনীতি, খুনিদের আশ্রয় দেয়ার রাজনীতি- খালেদা জিয়াকে গণতন্ত্রের লেবেল এটে এসব দুষ্কর্ম আড়ালের চেষ্টা করা হচ্ছে। খালেদা জিয়াকে ফেরেশতার আসনে বসানোর চেষ্টা করছেন তারা। বিএনপি যাই বলুক না কেন- খালেদা জিয়া গণতন্ত্রের মাতা নন, খালেদা জিয়া হচ্ছেন জঙ্গি ও রাজাকারতন্ত্রের আসল মাতা।’

রবিবার (২৬ আগস্ট) সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা, আগামী নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি নিয়ে কিছুটা হৈচৈ হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এই তিনটি বিষয় নিয়ে বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন তীর্যক মন্তব্য করেছেন। এর উত্তরও অনেকজন দিয়েছেন। তারা বলছেন সরকারপক্ষ নাকি আদালতের ওপর প্রভাব বিস্তার করছে। মাননীয় প্রধানমন্ত্রীসহ ২১ আগস্টের ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা যে খুনিদের সর্বোচ্চ সাজা চাইছেন সেটা আদালতের হস্তক্ষেপ করার শামিল নয়। যেমন একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও বিচারের দাবিতে জনগণ আগের দিন পর্যন্ত সোচ্চার ছিল, এই সোচ্চারটা বাদীপক্ষের একটি গণতান্ত্রিক অধিকার, সেটা আদালতের ওপর হস্তক্ষেপ নয়।’

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, কিন্তু এখনও এ বিষয়ে কোনো অগ্রগতি আমরা দেখিনি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে আমি যে উদ্যোগ নিয়েছি, সে ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়নি। আজকে অফিস খুলল। এই বন্ধের মধ্যে আমি আমার তদবির অব্যাহত রেখেছি। আশাকরি হামলাকারীরা আইনের আওতায় আসবে ও সাজা পাবে।’

এবার ঈদ উদযাপনের বিষয়ে জাসদ সভাপতি বলেন, ‘অতীতের মতো ঈদের জামাত নিয়ে জঙ্গি-সন্ত্রাসের যে আশঙ্কা হুমকি তা থেকে শেখ হাসিনা সরকার নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। এবার কোনো হুমকির খবর আসেনি। এবার মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের জামাতে অংশ নিতে পেরেছেন।’

Leave A Reply

Your email address will not be published.