কাঁচা চামড়া রফতানির পরিকল্পনা নেই সরকারের: বাণিজ্যমন্ত্রী

445

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, চামড়া শিল্প রক্ষার কথা বিবেচনা করে কাঁচা চামড়া রফতানির কোনো পরিকল্পনা সরকারের নেই। রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, কাঁচা চামড়া রফতানি করা হলে দেশের চামড়া শিল্প ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেন, চামড়া বাংলাদেশের পাঁচটি রফতানি খাতের মধ্যে অন্যতম। গত বছর চামড়াকে ‘প্রডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছিল। সম্ভাবনাময় এই খাত যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার সতর্ক।

এছাড়া সংকট থাকবে না আশা প্রকাশ করে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা চামড়া কিনবেন। একইসঙ্গে সাভারে ট্যানারি কারখানাগুলোতে যে সমস্যা আছে সেগুলোরও সমাধান করা হবে। অপরদিকে যেহেতু ব্যাংক খুলেছে, কাজেই ব্যাংকের লেনদেনও ঠিকভাবে হবে। কাজেই চামড়া নিয়ে এই সংকট থাকবে না।

Leave A Reply

Your email address will not be published.