‘জিদানের বিরুদ্ধে কোন অভিযোগ নেই’

358

স্পোর্টস ডেস্ক: রিয়ালের হয়ে গত মৌসুমে লা লিগায় মাত্র ১২টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন ২২ বছর বয়সি মিডফিল্ডার দানি কেবালোস। এরমধ্যে সেরা একাদশে জায়গা পেয়েছেন মাত্র চারবার। তারপরও তৎকালীন কোচ জিনেদিন জিদানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। মিডফিল্ডার দানি কেবালসের।

এদিকে, জিদানের বিদায়ের পর নতুন কোচ জুলেন লোপেতেগুই দায়িত্ব গ্রহণের পর গেটাফের বিপক্ষে রবিবার লিগের প্রথম ম্যাচেই মূল একাদশে জায়গা পেয়েছেন কেবালস। সেই ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে রিয়াল।

ম্যাচ শেষে এক প্রশ্নের জবাবে কেবালোস বলেন, ‘জিদানের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। তিনি আমাকে আরও বেশি পরিপক্ক করে দিয়ে গেছেন। কারো আস্থা অর্জন করা খুব একটা সহজ কাজ নয়। বছরব্যাপী কঠোর পরিশ্রমের ফসল হিসেবে আমি এখন সুযোগ পাচ্ছি। এ জন্য আমি খুশি।’

Leave A Reply

Your email address will not be published.