আফগান প্রেসিডেন্টের ভাষণের সময় কয়েক দফা রকেট হামলা

354

আর্ন্তজাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ কয়েক দফা রকেট হামলা হয়েছে। পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ভাষণ দেয়ার সময়ে এ হামলা হয়।

আফগানিস্তানের তোলু সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় আফগান প্রেসিডেন্ট প্রাসাদ এবং গ্রিন জোন নামে পরিচিত এলাকায় হামলা চালানো হয়। গ্রিন জোনে অনেক দেশের দূতাবাস এবং আফগানিস্তানের সরকারি দফতর রয়েছে।

আফগান নিরাপত্তা বাহিনী হেলিকপ্টারের সহায়তায় হামলার মোকাবেলা করেছে। ঈদগা মসজিদের ওপর দিয়ে হেলিকপ্টারগুলোতে উড়তে দেখা গেছে। হেলিকপ্টার থেকে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে রকেট ছুঁড়তে দেখা গেছে। সে সময়ে আকাশ ধূলা এবং ধোঁয়ায় ঢেকে গেছে। হামলাকারীরা একটি মসজিদের পেছনে জড়ো হচ্ছিল। কয়েক বছর এক হামলায় এটি আংশিক বিধ্বস্ত হয়েছে। ঈদের নামাজের জন্য এটি আর ব্যবহার হয় না।

হামলায় কারা জড়িত ছিল তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। অবশ্য, এর আগে তিন মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন আশরাফ গনি। কিন্তু তালেবান নেতা শেখ হাবিবাতুল্লাহ আখুনজাদা জবাবে বলেছেন, আফগান সরকারের বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.