নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

415

অনূর্ধ্ব-১৫ বালিকা চ্যাম্পিয়নশীপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে বিধ্বস্ত করে নেপালের বিপক্ষে আজ সোমবার সন্ধ্যায় মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। নেপালের বিপক্ষেও জয়ের ধারবাহিকতা ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৫ বালিকা দল।

আজ ভুটানের মাঠে নেপালকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে তহুরার এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেয়েরা। বিরতির পর এসে আরও দুবার নেপালের জালে বল জড়ান তহুরারা।

ম্যাচের ৫১ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল ব্যবধান দিগুণ করেন মারিয়া। দ্বিতীয় গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬৭ মিনিটে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে গোল করেন সাজেদা খাতুন।

আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪ গোলে হারায় বাংলাদেশ। আগামী ১৬ আগস্ট সেমিফাইনালে স্বাগতিক ভুটানের বিপক্ষে খেলতে নামবে মেয়েরা।

Leave A Reply

Your email address will not be published.