বাংলাদেশ নারী ফুটবল দল পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে

549

ঢাকা: বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্যায়ের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বিরাট ব্যবধানে জয়লাভ করেছে।আজ বৃহস্পতিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল সুস্পষ্ট প্রাধান্য বিস্তার করে ৬-০ গোলে এগিয়ে থাকে।টুর্নামেন্টে বাংলাদেশ দল বি-গ্রুপভুক্ত। গ্রুপের অন্য দু’টি দল হলোÑ পাকিস্তান ও নেপাল।বাংলাদেশ আগামী ১৩ আগস্ট নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ খেলবে।প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল ১৬ আগস্ট অনুষ্ঠেয় সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট।

Leave A Reply

Your email address will not be published.