ল্যাটিন আমেরিকায় সাংগঠনিক সফরে ডাব্লিউবিও এর সভাপতি

446

বিশ্বব্যাপী ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও)’র সাংগঠনিক পরিধিকে সম্প্রসারিত করার লক্ষ্যে এবার ল্যাটিন আমেরিকার পেরু, আর্জেন্টিনা ও ব্রাজিলে সাংগঠনিক সফরে গেলেন সংস্থার সভাপতি কাজী এনায়েত উল্লাহ। গতকাল ৮ই আগষ্ট সকালে তিনি পেরুর রাজধানী লিমার উদ্দেশে প্যারিস ত্যাগ করেন ।

বিকেল চারটায় লিমার জর্জ শাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে তাকে অভ্যর্থনা জানান সেখানকার কমিউনিটি ব্যক্তিত্ব শাহিন আহমদ চৌধুরী ও সিদ্দিক আলম রাজিব। এ সময় তার সফর সঙ্গী ছিলেন সহধর্মীনি নেদী উল্লাহ । তার সফর কর্মসূচীর মধ্যে রয়েছে ১৪ ই আগষ্ট পেরুতে, ১৬-১৭ আগষ্ট আর্জেন্টিনা এবং ২৩-২৪ আগষ্ট ব্রাজিলে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশায় সফল গুণীজনদের সাথে মতবিনিময় সভা । এছাড়াও বিষয়ভিত্তিক বিভিন্ন সেমিনারে অংশ নেবেন ডব্লিউবিও এর সভাপতি কাজী এনায়েত উল্লাহ।

উল্লেখ্য, ইউরোপের ৩০টি দেশের প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’র মহাসচিবের দায়িত্ব পালন করছেন কাজী এনায়েত উল্লাহ, যিনি একাধারে ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট। ২০১৬ সালের ১৯-২০ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ’প্রবাসী বিশ্ব মহাসম্মেলন’ প্রথম বাংলাদেশ গ্লোবাল সামিট সফল আয়োজন করায় বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন কাজী এনায়েত উল্লাহ ।

Leave A Reply

Your email address will not be published.