জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের জন‌্য জমি ক্রয়

446

প্রতিনিধি, সৌদি আরব : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের জন্য সৌদি আরবের জেদ্দা লোহিত সাগর তীরে জেদ্দা-মক্কা সড়কের পাশ্বে পশ্চিম বোগদাদীয়া এলাকায় প্রায় আট বিঘা বা ১ হাজার ২ শত বর্গমিটার জমি ক্রয় করা হয় । ৮ আগষ্ট বুধবার অপরাহ্নে স্হানীয় নোটারী পাবলিক কার্যালয়ে রশিদ সাদিদ বিন জাবের আলহারবী জমির রেজিষ্ট্রি সম্পন্ন করেন । জমির দলিলে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন, জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন ।

এ সময় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (লিগ্যাল) জাহাঙ্গীর আলম সহ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্হিত ছিলেন । পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করা হয় ।

Leave A Reply

Your email address will not be published.