বাংলামোটরে উল্টো পথে রেলমন্ত্রীর গাড়ি
বাসচাপায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাস্তায় নেমে আন্দোলন করছে শিক্ষার্থীরা। গত সাতদিন ধরে তারা এই আন্দোলন করছে। পাশাপাশি তারা বিভিন্ন গাড়ি চালকের লাইসেন্স আছে কি না তা যাচাই করছেন। এরইমধ্যে উল্টো পথে গাড়ি চালিয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে পড়লেন রেলমন্ত্রী মুজিবুল হক।
আজ শনিবার সকালে বাংলামোটর মোড়ে এই ঘটনা ঘটে।
সকালে মন্ত্রীর গাড়ি উল্টো পথে দেখে শিক্ষার্থীরা স্লোগান দেওয়া শুরু করেন। এ সময় মন্ত্রীর স্ত্রী জানালা খুলে শিক্ষার্থীদের বলেন, আমার সন্তান অসুস্থ। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন শিক্ষার্থীরা তাদের গাড়িটি ছেড়ে দেন।
এ সময় রিকশা-গাড়িকে নির্দিষ্ট লেনে থেকে চলাচল করতে বাধ্য করছে ও উল্টো পথে গাড়ি চললে তা ফিরিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।