দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে

209

ঢাকা: দেশে করোনা পরিস্থিতি ফের অবনতির দিকে যাচ্ছে। করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৬৬ জন। একই সময়ে দেশে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭ জন। মোট ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন।

শনিবার (১৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯৪৬ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ।

শুক্রবার (১৮ জুন) করোনা আক্রান্তে মৃত্যু হয়েছিল ৫৪ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ৮৮৩ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৫২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯৭ জন।

Leave A Reply

Your email address will not be published.