যে অভিযোগে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইয়েমেন

259

আর্ন্তজাতিক ডেস্ক: ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল-এজ্জি। ইয়েমেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করার কারণ হিসেবে তার বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতা উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছে। আজ শনিবার সকালে হোসেন আল-এজ্জি এক টুইটার পোস্টে এসব কথা বলেছেন।

ইয়েমেনের উপ পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমাদের নিরপরাধ জনগণের রক্তে ব্রিটেন পরিতৃপ্ত হতে পারেনি। সানাভিত্তিক সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর জন্য ইয়েমেনের লোকজনের সঙ্গে বৃটিশ রাষ্ট্রদূত বিশেষ আলোচনা করেছেন তার প্রমাণ রয়েছে। একজন রাষ্ট্রদূত হিসেবে তার এইসমস্ত কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয়।’হোসেইন আল-এজ্জি বলেন, ‘দিবাস্বপ্ন দেখার দিন শেষ, নিরাপত্তা ও স্বাধীনতা আনার জন্য আমাদের দেশের জনগণ অনেক ত্যাগ স্বীকার করেছন। এখন তারা আপনাদের লেজ কেটে দিয়ে আপনাদের হতাশ করতে পারে পারেন।’ 

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাসে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর বর্বর আগ্রাসন চালায়। এই আগ্রাসনে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে আসছে আমেরিকা-ব্রিটেনসহ পশ্চিমা কয়েকটি দেশ। সূত্র : পার্সটুডে।

Leave A Reply

Your email address will not be published.