মেসি জাদুতে রিয়ালের বিপক্ষে দুর্দান্ত জয় বার্সার
স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় ফের মেসির ম্যাজিক, ফের দুর্দান্ত জয় বার্সেলোনার। আর্জেন্টাইন তারকার পাশাপাশি আলো ছড়িয়েছেন ফরাসি তারকা ডেম্বেলেও। দুজনের গোলে শনিবার রাতের ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা।
র্যামন সানচেজ স্টেডিয়ামে গ্রিজম্যানকে বসিয়ে শুরুর একাদশে ডেম্বেলেকে নামান বার্সা কোচ। সেই আস্থার প্রতিদান দেন এই ফ্রেঞ্চ ফুটবলার। ২৯ মিনিটে লিওনেল মেসির পাসে তার গোলেই লিড পায় কাতালান ক্লাবটি। সেই লিড ধরে রেখেই বিরতিতে যায় বার্সা।
বিরতির পর একাদশে তিনটি পরিবর্তন আনেন সেভিয়া কোচ। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। বল দখলে এগিয়ে থেকে আক্রমণ করে যায় বার্সেলোনা। তবে লিড ছিল এক গোলের। তাই শংকা ছিল পয়েন্ট হারানোর। কিন্তু ম্যাচ শেষ হবার ৫ মিনিট আগে সেভিয়ার পয়েন্ট পাওয়ার সম্ভাবনাটুকুও শেষ হয় লিওনেল মেসি গোল করলে। ২-০ ব্যবধানের জয় পায় বার্সা।
এই জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোনাল্ড কোম্যানের দল। শীর্ষে থাকা অ্যাতলেটিকোর চেয়ে ২ পয়েন্ট কম মেসির দলের।