মিয়ানমারে সেনাবাহিনীকে উপেক্ষা করে রাস্তায় নেমে জনগণের বিক্ষোভ অব্যাহত

265

আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের জনগণ টানা অষ্টম দিনের মতো সেনাবাহিনীর বিধিনিষেধ ও হুঁশিয়ারি উপেক্ষা করে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। দেশটির রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গনসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। খবর রয়টার্সের।

জানা গেছে, সরকারের সমালোচনাকারীদের গ্রেফতারের ভিডিও মিয়ানমারের জনগণের ক্ষোভ ক্রমশ বাড়িয়ে তুলছে। এছাড়া রাতের অন্ধকারেও গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। এর ধারাবাহিকতায় আজ শনিবারও বিক্ষোভে দেশটির হাজার হাজার মানুষ জড়ো হয়।এদিকে, মিয়ানমারের সামরিক (জান্তা) সরকারকে ফের হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। দেশটির জনগণের বিরুদ্ধে সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ হাই কমিশনার নাদা আল-নাশিফ।

শুক্রবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, বিশ্ব সবই দেখছে। মিয়ানমারের প্রতিবাদী জনগণের বিরুদ্ধে সামরিক বাহিনীর সহিংসতা এবং মানবাধিকার লিঙ্ঘনের বিষয়টি কারও দৃষ্টির বাইরে থাকবে না।

Leave A Reply

Your email address will not be published.