স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে থাকছে বর্ণাঢ্য আয়োজন

220
ঢাকা: বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার প্রস্তুতি গ্রহণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে আয়োজন করা হবে ড্রোন শো, অ্যারিয়াল শো ও ফায়ারওয়ার্কস শো অনুষ্ঠান। এগুলো বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক দুটিতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

ভার্চুয়াল বৈঠকে অর্থমন্ত্রী বলেন, আগামী ২৬ মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এটিকে আমরা বর্ণাঢ্যভাবে আয়োজন করতে চাই। এর মাধ্যমে আমরা বিগত সময়ের অর্জনগুলো দেশবাসীকে জানাতে চাই। আমরা অফিসে বসে যেকোনো আয়োজন করলে দেশবাসী তা জানবে না। তাই বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য নানা আয়োজন করা হচ্ছে।

উদযাপনের ব্যয় সংক্রান্ত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আগামীতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ব্যয়ের বিস্তারিত বিষয়গুলো উঠে আসবে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় খাদ্য অধিদফতর কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চাল ও গম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যে ক্রয় প্রক্রিয়ার সময় কমানোর নীতিগত অনুমোদনও দেয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পিপিএ ২০০৬-এর ৬৮(১) ধারা এবং পিপিআর ২০০৮-এর বিধি ৭৬(২) অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ভারত থেকে ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

ক্রয় প্রক্রিয়ার সময় কমানোর বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ বিষয়ে কিছু আইনি সীমাবদ্ধতা রয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে শুধু দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সময় কমিয়ে পণ্য সংগ্রহ করা যেত। তবে পিপিআর অনুযায়ী রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক বাজার থেকে পণ্য সংগ্রহের সময় কমানোর বিষয়ে কিছু বলা নেই। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) বিধি সংশোধন করতে বলা হয়েছে।

অর্থমন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক টেন্ডারে অংশ নেয়ার পর আমাদের ৪০ থেকে ৪২ দিন অপেক্ষা করতে হয়। কিন্তু পেঁয়াজ, চাল, ডালসহ এ জাতীয় পণ্য প্রতিদিনই আন্তর্জাতিক বাজারে দর বাড়ে ও কমে। এজন্য এতদিন অপেক্ষা করা যায় না। তাই আইএমইডিকে পিপিআর সংশোধন করতে বলা হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এরমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃক ডেভেলপিং রিডিং হ্যাবিট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ম্যানেজমেন্ট সার্ভিসের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাছ থেকে ২৪ মাস সময়ের জন্য ৮২ কোটি ৭০ লাখ টাকায় পরামর্শক সেবা ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ’ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) প্রকল্পের ২৬৪ কিলোমিটার ১১ কেভি ও ৩৩ কেভি সাবমেরিন ক্যাবল বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ১০৭ কোটি ৯৪ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.