খালেদা জিয়া ‘গুরুতর অসুস্থ’, দাবি রিজভীর

408

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে দাবি করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রায় দুই মাস পর সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বলেছেন, ‘দেশনেত্রী গুরুতর অসুস্থ। তার অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার। কারণ এখানে ডাক্তার যারা আছেন তারা বলছেন তার উন্নত চিকিৎসা দরকার।’

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। অসুস্থতার কারণে দুই মাস বিএনপির অফিসে আসতে পারেননি তিনি। রিজভী তার খোঁজ খবর নেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিজভী বলেন, ‘আমরা অবিলম্বে বেগম জিয়ার গৃহ অন্তরীণ অবস্থার অবসান চাই। সম্পূর্ণ মুক্তি চাই। দেশনেত্রীর মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি ঘটবে না। দেশবাসীর মুক্তি মিলবে না। সরকার নানা শর্তের বেড়াজাল তৈরি করেছে যাতে তিনি তার ইচ্ছেমতো চিকিৎসা নিতে পারছেন না। তার স্বাধীনভাবে দেশে-বিদেশে যেখানে ইচ্ছা চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে সব বাধা অপসারণ করতে হবে।’

Leave A Reply

Your email address will not be published.