ইরানে বিজ্ঞানী হত্যা, ‘কিছুই জানে না ইসরায়েল’

312

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা নিয়ে কিছুই জানে না ইসরায়েল। এমনই মন্তব্য করেছে দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞ ও সেটেলমেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী তাজাচি হানেগবি।

ইসরায়েলের টিভি চ্যানেল এন১২-এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে হানেগবি শনিবার বলেন, ইরানের বিজ্ঞানীকে হত্যার পেছনে কে আছে, সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই তার।

এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী তাদের শীর্ষ বিজ্ঞানীকে হত্যার পেছনে ইসরায়েল দায়ী বলে দাবি করেছেন। সেইসঙ্গে তিনি এই হত্যাকাণ্ডের যথাসময়ে জবাব দেওয়া বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্তবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মোহসিন ফাখরিজাদেহকে নিয়ে যে গাড়িটি যাচ্ছিল সশস্ত্র সন্ত্রাসীরা সেই গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়।

বিবৃতিতে আরো বলা হয়, তার দেহরক্ষী ও সন্ত্রাসীদের মধ্যে এরপর সংঘর্ষ হয়। এতে ফাখরিজাদেহ গুরুতরভাবে আহত হন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা কর্মীরা তাকে বাঁচানোর সবরকম চেষ্টা করলেও দুর্ভাগ্যজনকভাবে তারা ব্যর্থ হন এবং তিনি মারা গেছেন।

Leave A Reply

Your email address will not be published.