মামলা খারিজ: ট্রাম্প শিবিরকে একহাত নিলেন পেনসিলভানিয়ার বিচারক

267

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ডাকযোগে পাঠানো ভোটে জালিয়াতির অভিযোগ করেছিল ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির। তাদের সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন পেনসিলভানিয়ার একজন বিচারক।

বিচারক ম্যাথিউ ব্রান অভিযোগ খারিজ করে দেওয়ার ব্যাপারে বলেন, কোনো ধরনের ভিত্তি ছাড়াই অভিযোগ করা হয়েছিল।

তিনি আরো বলেছেন, ট্রাম্পের শিবির থেকে ৭০ লাখের বেশি ভোটারকে বঞ্চিত করার চেষ্টা চালানো হয়েছে। কোনো ধরনের নির্দিষ্ট প্রমাণ ছাড়াই কেবল অনুমানের ভিত্তিতে অভিযোগ তুলেছিল ট্রাম্প শিবিরের লোকজন।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে একজন ভোটারকেও বঞ্চিত করা ন্যায়সঙ্গত হতে পারে না; আর সেখানে জনবহুল একটা আস্ত রাজ্যের ভোটারকে বঞ্চিত করার প্রশ্নই ওঠে না। সেই চেষ্টা করেছে ট্রাম্প শিবির!

মামলাটি খারিজ হয়ে যাওয়ার ফলে সামনেরে সপ্তাহেই পেনসিলভানিয়ার নির্বাচনের ফল প্রকাশ করা হতে পারে। পেনসিলভানিয়ায় এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টরাল কলেজ ভোট ৫৩৮টি। এর মধ্যে ট্রাম্প এখন পর্যন্ত ২৩২ ইলেক্টরাল কলেজ ভোট পেয়েছেন এবং অন্যদিকে বাইডেন পেয়েছেন তিনশ ছয় ভোট।

এবারের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ইতোমধ্যে আইনি লড়াইয়ে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র : বিবিসি

Leave A Reply

Your email address will not be published.