বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে জনসনের ফোন
আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
স্থানীয় সময় মঙ্গলবার তিনি এই শুভেচ্ছা জানান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
দুই রাজনৈতিক নেতার মধ্যে অন্তত ২০ থেকে ২৫ মিনিট কথা হয়েছে। শুভেচ্ছা বিনিময় ছাড়াও তারা বিশ্ব রাজনীতিসহ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে।
জনসন এক টুইট বার্তায় লিখেছেন, নির্বাচনে বিজয়ী হওয়ায় মাত্রই জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছি। তার সঙ্গে কথা হয়েছে।
তিনি লিখেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গণতন্ত্রকে উন্নীত করা এবং মহামারি ভালোভাবে মোকাবিলার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।
টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে ভোটগ্রহণের চারদিন পর শনিবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোটের চেয়ে ২০ ভোট বেশি পান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট