নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২০ এর রিপোর্ট চূড়ান্ত
ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদের উপস্থাপনের জন্য নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২০ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, মো. শাহজাহান মিয়া,এ. এম নাঈমুর রহমান, মো. আব্দুল আজিজ, শবনম জাহান , সৈয়দা রাশিদা বেগম এবং সাহাদারা মান্নান সভায় অংশগ্রহণ করেন। কমিটির সভাপতির বিশেষ অনুরোধে সংসদ সদস্য অ্যারমা দত্ত সভায় অংশগ্রহণ করেন।
সভায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২০ এর উপর আলোচনা ও পরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে সংসদে রিপোর্ট উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস