শহীদ নূর হোসেন দিবস আজ
ঢাকা: শহীদ নূর হোসেন দিবস আজ। দিনটি গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পরিচিত। এ উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। আজ সকালে গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।
১৯৮৭ সালের ১০ নভেম্বর যুবলীগ নেতা নূর হোসেন বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে রাজপথে নেমেছিলেন। রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে নিহত হন নূর হোসেন।
সেদিন থেকে জিরো পয়েন্ট শহীদ নূর হোসেন চত্বর হিসেবে পরিচিতি পায়। ওই দিন পুলিশের গুলিতে যুবলীগের আরেক নেতা নূরুল হুদা ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদাও নিহত হন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সামরিক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন।