মোবাইল ব্যাংকিংয়ে নতুন সুবিধা

281

ঢাকা: মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আগামীকাল মঙ্গলবার (২৯শে অক্টোবর) থেকে আন্তঃলেনদেন সুবিধা চালু হচ্ছে।

এতে করে বিকাশ, রকেট, এমক্যাশ বা ইউক্যাশের মতো মোবাইল ব্যাংকিং ওয়ালেটগুলোর একটি থেকে আরেকটিতে টাকা লেনদেন করা যাবে। পাশাপাশি ব্যাংক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মধ্যেও চালু হচ্ছে আন্তঃলেনদেন ব্যবস্থা।

এ দুই সেবা চালু হলে গ্রাহকেরা সহজেই ব্যাংক থেকে মোবাইল ওয়ালেটে এবং মোবাইল ওয়ালেট থেকে ব্যাংকের টাকা পাঠাতে পারবেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী-আপাতত যেসব ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান আন্তঃলেনদেন প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শেষ করেছে, তারাই এই সেবা চালু করতে পারবে।

আর যে সব ব্যাংক ও এমএফএস এখনও আন্তঃলেনদেন সংক্রান্ত প্রস্তুতি শেষ করতে পারেনি, তাদেরকে এই সেবা চালু করতে ২০২১ সালের ৩১শে মার্চ পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Leave A Reply

Your email address will not be published.