শেখ হাসিনার জন্মদিনে ১২ টিভি চ্যানেলে ‘হাসিনা : অ্যা ডটারস টেল’

302

ঢাকা: বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান আর নৈকট্যের বিভিন্ন গল্প নিয়ে ২০১৮ সালের ১৬ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় বহুল আলোচিত ডকু-ড্রামা ‘হাসিনা : অ্যা ডটারস টেল’। খবর ইউএনবি’র।

এরপর বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ছোট পর্দাতেও দেখানো হয়েছে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’।

আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আবারও বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) দেশের মোট ১২টি টেলিভিশনে দেখানো হবে এই ডকু-ড্রামাটি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৮ সেপ্টেম্বর) ‘অ্যা ডটারস টেল’ ডকু-ড্রামাটি দিনব্যাপী দেখানো হবে। যার মধ্যে বিটিভিতে দুপুর ৩টায়, একুশে টেলিভিশন বেলা ১২টায়, একাত্তর টিভি, চ্যানেল আই ও গাজী টিভিতে বেলা ৩টায়, ডিবিসি-তে বেলা ৪টায়, সময় টিভিতে বিকাল ৫টায়, দেশ টিভিতে বিকাল ৫টা ৩০ মিনিটে, বাংলা টিভিতে রাত ৮টা ৫০ মিনিটে, বিজয় টিভিতে রাত ৯টা ৩০ মিনিটে, এটিএন নিউজে রাত ১১টায় এবং মাছরাঙা টিভিতে রাত ১১টা দেখানো হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু।

Leave A Reply

Your email address will not be published.