ইসরায়েল-আমিরাত চুক্তি : আরব লিগের সমর্থন আদায়ে ব্যর্থ হলো ফিলিস্তিন

211

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-আমিরাত চুক্তির বিরোধিতায় আরব লিগের সমর্থন আদায়ে ব্যর্থ হলো ফিলিস্তিন। বুধবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল সম্মেলনে ওই চুক্তির নিন্দা করতে অস্বীকৃতি জানায় আরব দেশগুলোর জোট।

ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার নিন্দা জানিয়ে সম্মেলনে একটি প্রস্তাব তোলে ফিলিস্তিন। তবে তা অনুমোদন হয়নি।

গেলো মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হঠাৎ করেই ইসরায়েলের সাথে সমঝোতার ঘোষণা দেয় আমিরাত। বিষয়টিকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দেয় ফিলিস্তিন। চুক্তির নিন্দা করতে অস্বীকৃতি জানালেও, আরব লিগের সম্মেলনে, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেন, আমেরিকা-ইসরায়েল-আমিরাতের ত্রিপক্ষীয় ঘোষণা ভূমিকম্পের মতো হয়ে এসেছে আমাদের জন্য। প্রয়োজনে আমরা একাই এর বিরোধিতা করে যাবো। পরিস্থিতি এমনভাবে উল্টে দেয়া হয়েছে, যাতে মনে হচ্ছে, নিজেদের ভূখণ্ডের অধিকার দাবি করে আমরাই মূল সমস্যা তৈরি করেছি।

Leave A Reply

Your email address will not be published.