নিবন্ধনের অনুমতি পেল ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল

391

ঢাকা: সরকার ৩৪টি অনলাইন নিউজপোর্টালের পর এবার ঢাকা মহানগর ও বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমকিভাবে নিবন্ধনের অনুমতি প্র্রদান করেছে।

আগামী ২০ কার্যদিবসের মধ্যে এসব দৈনিকের অনলাইন পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নিবন্ধনের জন্য অনুমোদিত দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এর আগে গত ৩০ জুলাই জুমবাংলাসহ ৩৪টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

নিবন্ধনের জন্য অনুমোদিত অন্য ৩৩টি অনলাইন নিউজপোর্টালের মধ্যে রয়েছে- বাংলা ট্রিবিউন, সংবাদ প্রতিদিন২৪ ডটকম, টাইম বাংলা নিউজ ডটকম, বিডি২৪ লাইভ ডটকম, ইউনাইটেড নিউজ ২৪ ডটকম, নিরাপদ নিউজ ডটকম, ইপি-বিডি ডটকম, দ্য মেইল বিডি ডটকম, ইউ ৭১ নিউজ ডটকম, কারেন্ট নিউজ ডটকম ডটবিডি, লেটেস্ট নিউজ বিডি ডটকম, সময়ের চিত্র ডটকম, বার্তা৭১ ডটকম, দ্য রিপোর্ট ২৪ ডটকম, নিউজ জার্নাল২৪ ডটকম, আওয়ার নিউজ বিডি ডটকম, ওমেনআই২৪ ডটকম, গ্রিনওয়াচ বিডি ডটকম, সিনিউজ ভয়েসডটকম, এবিনিউজ২৪ ডটকম, আওয়ার নিউজ২৪ ডটকম, বিডিলাইভ ২৪ ডটকম, বাংলাদেশ২৪ অনলাইন ডটকম, উত্তরণ বার্তা ডটকম, জাগো বার্তা ডটকম, হট নিউজ২৪ বিডি ডটকম, শেয়ার নিউজ২৪ ডটকম, জাগোনিউজ ডটকম, বার্তা বাজার ডটকম, রাইজিং বিডি ডটকম, ঢাকা ডিপ্লোমেট ডটকম, বিডি মর্নিং ডটকম এবং বিবার্তা ২৪ ডটনেট।

Leave A Reply

Your email address will not be published.