কমলো মৃত্যু ও আক্রান্তের সংখ্যা, দেশে একদিনে মৃত্যুবরণ ৩২, শনাক্ত ২১৫৮

215

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২১৫৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩৮৩ জনে। মোট শনাক্ত ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৬৪ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬১৭ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

এদিকে গতকাল বুধবার করেনায় ৩৫ জনের মৃত্যু হয়। শনাক্ত হন ২৫৮২ জন।

Leave A Reply

Your email address will not be published.