করোনায় ক্রিকেটার মোশাররফ রুবেলের বাবার মৃত্যু
স্পোর্টস ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ক্রিকেটার মোশাররফ রুবেলের বাবা মহিউদ্দীন খন্দকার।
ঢাকার সিএমএইচে গত ৩ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ রুবেলের বাবা। সমস্যা জটিল হওয়ায় ছিলেন আইসিইউতে।
বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন রুবেল নিজেও। কোভিড ১৯ এর সাথে লড়াইয়ে রুবেল সুস্থ হলেও ৭৩ বছর বয়সি তার বাবা পাড়ি দেন না ফেরার দেশে।