মানসিক দিক থেকে হোটেলে আবদ্ধ থাকা কঠিন : ফিঞ্চ

221

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের মাঝে কঠিন সব নিয়মের মধ্য দিয়ে আবারও মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ইতিমধ্যে দুটো টেস্ট সিরিজ শেষ করার পথে ইংল্যান্ড। আবার আগামী সেপ্টেম্বর মাসে তাদের সামনেই অস্ট্রেলিয়া সিরিজ।

আর তাই তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ২৪ আগস্ট ইংল্যান্ডে এসে পৌঁছাবে অজিরা। তবে অস্ট্রেলিয়া একমাত্র দেশ যাদের ইংল্যান্ডে এসে থাকতে হবে না ১৪ দিনের কোয়ারেন্টাইনে।

তারপরও ইংল্যান্ডে পৌঁছে অল্প ক’দিন আলাদা থাকতে হবে অজি ক্রিকেটারদের। দিতে হবে করোনা পরীক্ষা। আর সিরিজ চলাকালীন ক্রিকেটাররা বিনা প্রয়োজনে বাইরেও যেতে পারবেন না তারা। ভাঙতে পারবেন না সুরক্ষা নীতি। তাই হোটেলেই কাটাতে হবে তাদের অধিকাংশ সময়।

আর এই কাজটা কঠিন এবং মানসিক চাপের বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ইংল্যান্ড সফরের আগে ফিঞ্চ বলেছেন, হয়তো আরও কয়েক মাস এই সুরক্ষা নীতি মেনে চলতে হবে। ক্রিকেটারদের হোটেল আটকা থাকতে হবে কয়েক সপ্তাহ কিংবা এক মাস থেকে একাধিক মাস। মানসিক দিক থেকে এভাবে হোটেলে আবদ্ধ থাকা কঠিন। ক্রিকেট চলাকালীন এই মানসিক স্বাস্থ্যের দিকে তাই খেয়াল রাখতে হবে।

করোনার মধ্যে চলা সিরিজে সুরক্ষা নীতি ভাঙায় জোফরা আর্চারকে এক টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে আইসোলেশনে থাকতে হয়েছে।

পাকিস্তান দলের বেশ কিছু ক্রিকেটারকে একাধিকবার দিতে হয়েছে করোনা পরীক্ষা। সুরক্ষা নীতি ভাঙার এবং করোনা নিয়ে নয়-ছয়ের কোন সুযোগ রাখেনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

ফিঞ্চ এ নিয়ে বলেন, মনে রাখতে হবে, করোনাকালে বৈশ্বিক খেলাধুলার খোলা দুয়ার ধরে রাখতে আমাদের সহায়তা করে যেতে হবে। সবকিছু ঠিকঠাক মানতে এর চেয়ে বেশি উৎসাহের দরকার পড়ে না। আমরা যদি নিয়ম ভঙ্গ করি, দিন শেষে আমাদের চাকরি বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। আমাদের এই খেলার সুযোগ করে দিতে, অসংখ্য মানুষের অনেক সময় ও ত্যাগ আছে।

প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি খেলবে। এরপর ৬ ও ৯ সেপ্টেম্বর খেলবে বাকি দুই ম্যাচ।

ওয়ানডে সিরিজ ১১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৬ সেপ্টেম্বর। এরপর দুই দেশের বেশ কিছু ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাত যাবেন আইপিএল খেলতে। আমিরাতে গিয়ে সুরক্ষা নীতি মেনে তাদের ছয়দিন থাকতে হবে আইসোলেশনে। তারা তাই আইপিএলের শুরুর এক থেকে দুটি ম্যাচ মিস করবেন তারা।

Leave A Reply

Your email address will not be published.