পাঁচ মাস পরও মরিচা ধরেনি তামিমের ব্যাটিংয়ে

297

স্পোর্টস ডেস্ক : ১৬ মার্চ ২০২০, সর্বশেষ ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে কেটে গেছে বরাবর পাঁচ মাস, ১৫২ দিন। তামিম করোনা এবং নিজের শারীরিক অসুস্থতা কাটিয়ে ১৬ আগস্ট আবার মাঠে ফিরেছেন। হালকা ব্যাটিংও করেছেন। তবে সেটি ছিল গা গরম মাত্র। অনুশীলনের দ্বিতীয় দিনে আজ ব্যাট হাতে অনেক স্বাচ্ছন্দ্য ছিলেন বাঁহাতি এই ওপেনার।

আজ (১৭ আগস্ট) পুরোদমে ব্যাটিং অনুশীলন করেছেন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক। লম্বা সময় পর ব্যাট হাতে নামলেও নিজের কাছে অনেক স্বাচ্ছন্দ্য ছিলেন বলে ভিডিও বার্তায় জানিয়েছেন তামিম। যতটা বিবর্ণ থাকবেন বলে ভেবেছিলেন, ঠিক ততটা হতাশা আসেনি ব্যাটিংয়ের ক্ষেত্রে।

ওয়ানডে দলের অধিনায়কের ভাষ্যে, ‘আসলে অনেকদিন পর অনুশীলন শুরু করলাম, প্রায় ৪-৫ মাস পর। ব্যাটিংয়ের ক্ষেত্রে যতটা হতাশার হবে মনে করছিলাম আশ্চর্যজনকভাবে অতটা খারাপ মনে হয়নি আমার কাছে। ব্যাটিংটা মোটামুটি ঠিকই আছে।’

শুধু ব্যাটিং নয় নিজের ফিটনেস নিয়েও সন্তুষ্ট তামিম। তবে দেশসেরা এই ওপেনার মনে করেন, মাঠে নিজেকে পুরোদমে ফিরে পেতে আরও কিছুটা সময় প্রয়োজন। তামিম বলেন, ‘ফিটনেসের দিক থেকেও মোটামুটি ভালো আছি। তবে ঘরে ট্রেডমিলে যতই কাজ করি না কেন, রোদে বা মাঠে করাটা ভিন্ন ব্যাপার। মানিয়ে নিতে হয়তো আরও সপ্তাহ খানেক লাগবে।’

সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে তিন টেস্টের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। সে সময়ের আগে সব ক্রিকেটাররা নিজেদের কাঙ্খিত সেরা অবস্থায় পৌঁছাবে জানিয়ে তামিম আরও যোগ করেন, ‘আমরা নিয়ম মেনে ইতিবাচক মনোভাবে এগুচ্ছি। আশা করি এভাবে চলতে থাকলে নির্দিষ্ট সময়ের আগে আমরা আমাদের সেরা অবস্থায় পৌঁছাবো। যেহেতু সবাই জানি, খেলা কখন শুরু হবে তো সবাই সবার মত প্রস্তুতি নিচ্ছে সেরাটার জন্য।’

এদিকে করোনার এই সময় পরিবারের সঙ্গে থাকলেও অলিখিত একটা চাপ কাজ করেছে জানিয়ে তামিম বলেন, ‘গত কয়েক মাস অনেক কঠিন ছিল। হয়তোবা বাসায় পরিবারের সঙ্গে ছিলাম। তবে মানসিক একটা চাপের মধ্য দিয়ে গিয়েছি। এই চার মাস পরিবারের সদস্যদের স্বাস্থ্য ইস্যু নিয়ে চিন্তা ছিল।’

তবে বিসিবি ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা রাখতে কিছু পদক্ষেপ নিয়েছিল। কিছু সেশন ঠিক করে কাজ করেছিল। এই বিষয়ে তামিম বলেন, ‘আমরা মানসিকভাবে যাতে ভালো থাকি, তাই বিসিবি আমাদের কিছু সেশন ঠিক করে দিয়েছিল। ব্যক্তিগতভাবে আমিও দুই তিনটা সেশন করেছি। এসব আমাকে ভালো সাহায্য করেছে।’

তবে শেষ পর্যন্ত মাঠে খেলা ফিরেছে, এর চেয়ে বেশি আনন্দের আর কিছু নেই জানিয়ে তামিম যোগ করেন, ‘যাই বলি না কেন, গত চার মাস কোনভাবেই সহজ ছিলনা। অবশেষে খেলাধুলা শুরু হয়েছে, যেটা আমরা পছন্দ করি। আর এটা আমাদের জন্য অনেক ভালো ব্যাপার। এদিকে সামনে বড় সফর আছে। এর আগে আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে। আমি বিশ্বাস করি যে, সামনের শ্রীলঙ্কা সফরে আমাদের ভালো সুযোগ আছে।’

Leave A Reply

Your email address will not be published.