ইরাকে মার্কিন দূতাবাসের কাছে ফের রকেট হামলা

275

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে আবারও রকেট হামলা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, বাগদাদের গ্রিনজোনে চারটি কাতিউশা রকেট আঘাত হানে, যার একটি মার্কিন দূতাবাসের কাছে পড়ে। মার্কিন কূটনৈতিক মিশনের ওই এলাকায় আমেরিকার সেনা মোতায়েন করা রয়েছে।

ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতির মাধ্যমে কাতিউশা রকেট হামলার কথা নিশ্চিত করেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

মার্কিন দূতাবাসের নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে কিন্তু এসব রকেট প্রতিহত করতে সে ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। কোন ব্যক্তি বা সংগঠন রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি।

গত ৫ জুলাই বাগদাদের গ্রিনজোন এলাকায় সর্বশেষ রকেট হামলা হয়েছিল। এ এলাকায় ইরাক সরকারের বহু গুরুত্বপূর্ণ ভবন এবং বিদেশি কূটনীতিক মিশন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.